এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সভাকক্ষে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, ওসি মাকছুদুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফিউল করিম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা এরশাদুল আলম, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তারসহ সকল ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।