নিজস্ব প্রতিনিধি: সখীপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র আবু হানিফ আজাদ, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার বক্তব্য দেন।
ইফতার ও দোয়া মাহফিলে সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।