এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে জিআর মামলায় ওয়ারেন্টভূক্ত একই পরিবারের ৩ আসামীসহ চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোবরার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রাম থেকে একই পরিবারের আবু সাইদ মিয়ার স্ত্রী রাহিমা আক্তার (৫০), তাঁর দুই ছেলে মো. মাসুদ মিয়া (৩৫) এবং মনির হোসেন (৩০)। অপরদিকে একই রাতে ১০ পিস ইয়াবাসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মজিবর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী ইউসুফ আহমেদকেও গ্রেফতার করে পুলিশ ।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, জিআর ও মাদক মামলার গ্রেফতারকৃতদের সোমবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।