এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে একই রাতে স্কুল পড়–য়া দুই ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী। মঙ্গলবার রাতে উপজেলার কাজিরামপুর ও বংকী গ্রামে পৃথক অভিযানে ওই বাল্য বিয়ে দু’টি বন্ধ করে দেওয়া হয়।
জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের জিতাশ্বরী গ্রামের আমজাদ হোসেনের ছেলে ব্যবসায়ী আমিনুল ইসলামের সাথে একই ইউনিয়নের কাজিরামপুর গ্রামের মৃত মুনসুর আলীর মেয়ে নবম শ্রেণিতে পড়–য়া মিতু আক্তার মিশুর (১৫) বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী মেয়ের বাড়িতে এসে মুচলেকা নিয়ে বিয়েটি বন্ধ করে দেন।
অন্য দিকে একই রাতে উপজেলার বংকী গ্রামের এক প্রবাসির সাথে ওই গ্রামের ব্যবসায়ী গোলাম মোস্তফার মেয়ে নবম শ্রেণিতে পড়–য়া সুর্বণা মোস্তফার (১৪) বিয়ের প্রস্তুতি চলছিল। পরে একই ভাবে উপজেলা নির্বাহী অফিসার ওই বাড়িতেও অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করে দেন।
সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী বলেন, একই রাতে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা জান্নাত তাহেরা ও সঙ্গীয় র্ফোস নিয়ে ওই দুটি বাল্য বিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত ওই দুই স্কুল ছাত্রীকে বিয়ে দেওয়া হবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।