এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে বসত বাড়ির রান্না ঘরের গর্ত থেকে ৩২টি ডিমসহ ২৩টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কচুয়া গ্রামের শামসুল আলমের বাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়। এর পর থেকে ওই বাড়িতে বসবাসকারীদের মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে শামসুল আলমের ছোট ভাই শাহাদত হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় প্রথমে রান্না ঘরের লাকড়ির নিচ থেকে একটি বড় সাপ বেরিয়ে আসে। ওই সাপটি তারা মেরে ফেললে ক্রমান্নয়ে ওই ঘরের লাকড়ির নিচে একটি গর্ত থেকে ৩২টি সাপের ডিমসহ ২৩ বিষাক্ত গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে মেরে ফেলা হয়।