নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে ৬ সন্তান জন্ম দিয়েছেন সুমনা আক্তার (২৬) নামে এক নারী। তবে- তাদের মধ্যে কেউই বেঁচে নেই। সবাই মারা গেছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এমন ঘটনা ঘটে।
সুমনা উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা এলাকায় এক প্রবাসী ফরহাদ মিয়ার স্ত্রী।
এ ঘটনায় প্রবাসী ফরহাদ মিয়ার মামা শাহজাহান জানান, ফরহাদের স্ত্রী সুমনা আক্তার প্রায় ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিল। ঈদের দিন সকাল ১০টার দিকে হঠাৎ প্রচন্ড পেটে ব্যথা অনুভব করলে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয। পরে সুমনার অবস্থা অবনতি হলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে হস্তান্তর করা হয়।
এরপর কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা শেষে সুমনার পেটে ৬টি সন্তানের বিষয়টি নিশ্চিত হন। পরে নরমাল ডেলিভারিতে ৪টি মেয়ে ও ২টি ছেলে প্রসব করানো হয়। জন্ম হওয়া ৬ সন্তানের মধ্যে কেউই বেঁচে নেই। এদিকে, ফরহাদের স্ত্রীর অবস্থা সংকটাপন্ন।
এ ঘটনায় বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা জানান, ৬ বাচ্চা জন্মের বিষয়টি শুনেছি। জন্মের পরে ৬টি বাচ্চার মৃত্যু হয়েছে। এমন ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।