এম সাইফুল ইসলাম শাফলুঃ সখীপুরে ছানোয়ার হোসেন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ এ আদালত পরিচালনা করেন । ছানোয়ার হোসেন উপজেলার শোলাপ্রতিমা গ্রামের আয়নাল মিয়ার ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শোলাপ্রতিমা বাজারে পাশে ছানোয়ার হোসেন ইয়াবা বিক্রি করছিল এ সংবাদ পেয়ে ওই মাদকসেবীকে ১০ পিচ ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছানোয়ার ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এ সাজা দেওয়া হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ওই আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।