বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeজাতীয়সখীপুরে এক রান্না ঘরেই ২৬ গোখরা

সখীপুরে এক রান্না ঘরেই ২৬ গোখরা

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে এবার রান্না ঘর থেকে ২৬ গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। পরে ওই সাপগুলো স্থানীয়রা এক এক করে মেরে ফেলেন। সোমবার বিকেলে উপজেলার হামিদপুর গ্রামের প্রবাসী আশরাফ আলীর বাড়ির রান্নাঘর থেকে এ সাপগুলো পাওয়া যায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতষ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতই সোমবার বিকেলে আশরাফ আলীর স্ত্রী রান্না ঘরের সামনে কবুতরের খাঁচায় খাদ্য দিতে যায়। এ সময় আশরাফের স্ত্রী কবুতরের খাঁচার উপর একটি গোখরা সাপ দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে ওই সাপটি মেরে ফেলে। এ সময় ওই রান্নাঘরের মেঝের গর্ত খুঁড়ে একে একে আরও ২৫টি বিষাক্ত গোখরা সাপের বাচ্চা বের করে মেরে ফেলা হয়।
প্রতিবেশী ইসমাইল হোসেন বলেন , একটি ঘরের ভেতর এত গুলো সাপ আর কখনও দেখিনি। এ ঘটনায় পর থেকে ওই বাড়িতে লোকজন থাকতেই ভয় পাচ্ছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -