শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeজাতীয়সখীপুরে এলজিইডির ১২৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন

সখীপুরে এলজিইডির ১২৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে ১২৯ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকপ্লের কাজ শেষ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এলজিইডি সূত্রে জানা যায়, ২০০৯-২০১৭ অর্থ বছরে মোট ১০টি প্রকল্পের মাধ্যমে ১২৮ কোটি ৭৯ লক্ষ ৫৪ হাজার ৪শ টাকায় প্রকল্প গুলো বাস্তবায়িত হয়। প্রকল্পগুলো হলো- ইউসিআরআইডিপি রাস্তা উন্নয়ন, ২৪ টি প্যাকেজ, দৈর্ঘ্য ২৩৬৫.০৩৯ কিমি, ব্যয় কোটি ৩৩ লক্ষ ৬৬ হাজার ৭শ টাকা, রিপ-২,রাস্তা উন্নয়ন, ৭টি প্যাকেজ, দৈর্ঘ্য ১৫.৩১৬ কিমি, ব্যয় ১১ কোটি ১২ লক্ষ ১৯ হাজার ৫শ টাকা, আইআরআইডিপি, রাস্তা উন্নয়ন, ৪২ টি প্যাকেজ, ব্যয় ২০ লক্ষ ৪০ হাজার ৯শ টাকা, ইনফ্রা প্রকল্প হতে (রাস্তা উন্নয়ন), ৭ টি প্যাকেজ, দৈর্ঘ্য ৯.৮৭৩ কিমি, ব্যয় ৩ কোট ৯৬ লক্ষ ৯৪ হাজার ৭শ টাকা, জিডিপি-২ প্রকল্প হতে রাস্তা উন্নয়ন, ১৮ টি প্যাকেজ, দৈর্ঘ্য ১৪.৭২৫কিমি, ব্যয় ৮ কোটি ৮২ লক্ষ ৮৩ হাজার ৬শ টাকা, আরটিআইপি প্রকল্প হতে রাস্তা উন্নয়ন, ১ টি প্যাকেজ, দৈর্ঘ্য ১১.৭১৮কিমি, ব্যয় ১৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৯শ টাকা, জিএমআরআইডিপি প্রকল্প হতে রাস্তা উন্নয়ন, দৈর্ঘ্য ৬.৯৫০ কিমি, ব্যয় ৩ কোটি ৩৬ লক্ষ ৫ হাজার ৭শ টাকা, নবীদেব প্রকল্প হতে রাস্তা উন্নয়ন, ১টি প্যাকেজ, দৈর্ঘ্য ১১.৩৫৬ কিমি, ব্যয় ৭ কোটি ৯২ লক্ষ ১৭ হাজার ৫শ টাকা, রাস্তা রক্ষনাবেক্ষন ২০ টি, দৈর্ঘ্য ৯৪.০২১কিমি, ব্যয় ২১ কোটি ৫৫ লক্ষ ৪৫ হাজার ৫শ টাকা , সেতু নির্মাণ, ২০০৯ সাল হতে ২০১৭ পর্যন্ত ০৫টি, দৈর্ঘ্য ৩৫৫.০০মি, ব্যয় ৮ কোটি ৫০ লক্ষ টাকা, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ ৩টি ব্যয় ৮ কোটি ৬৫ লক্ষ ৪১ হাজার টাকা, প্রাথমিক বিদ্যালয় পূন: নির্মাণ ও সম্প্রসারণ ৩৯টি ব্যয় ১৪ কোটি ৯৫ লক্ষ৬০ হাজার টাকা, উপজেলা কমপ্লেক্স ভবন সম্প্রসারণ। ১টি ব্যয় ৪ কোটি ৮২ লক্ষ ৬১ হাজার টাকা, ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ ১৪ টি ব্যয় ১ কোটি ১৯ লক্ষ ৯ হাজার টাকা, বাজার উন্নয়ন ৪টি ব্যয় ১ কোটি ৮২ লক্ষ টাকা, স্লুইচ গেট নির্মাণ ১ টি ব্যয় ২ কোটি ৫ লক্ষ ৬৯ হাজার টাকা, এলজিইডি-জাইকা-টি, এ প্রজেক্ট হাইড্রোলিক ষ্ট্রাকচার ৩ টি ব্যয় ৭ কোটি ৩৩ লক্ষ ৬৬ হাজার ৫ শ টাকা।
এলজিইডির প্রকৌশলী কাজী ফাহাদ কদ্দুস বলেন, এ উপজেলায় অতিদ্রুত ১২৮ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দে ১০টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এরই ধারাবাহিকতায় এলজিইডি সখীপুরÑগোড়াই সড়ক সংস্কারসহ প্রায় ১২৯ কোটি টাকার কয়েকটি প্রকল্পের কাজ সম্পন্ন করেছে এবং কিছু কাজ বাস্তবায়নাধীন আছে। আমার বাবার স্বপ্ন ছিলো তিলোত্তমা সখীপুর গড়ার। বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করে বাসাইল- সখীপুরকে আধুনিক শহর ও শিক্ষানগর গড়তে চাই।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -