সখীপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য ছাত্রীর ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা

0
180

 

 

নিউজ টাঙ্গাইল ডেস্ক :টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শুনে আকলিমা আক্তার (১৬) নামে শিক্ষার্থী ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ফল প্রকাশের পর তার ফলাফল অকৃতকার্য হওয়ার কথা শুনে সঙ্গে সঙ্গে তার থাকার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দেয়। ঘটনার পর পরই আকলিমার মা মহিরন নেছা ঘরে ঢুকে মেয়েকে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন দৌঁড়ে আসে। পরে পরিবারের লোকজন তাকে ফাঁসি থেকে নামিয়ে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম আহমেদ অবস্থার অবনতি হওয়া গুরুতর আহত আকলিমাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সে উপজেলার দারিপাকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

 

দারিপাকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, পরীক্ষায় ফেল করায় হয়তো আত্মমর্যাদার ভয়ে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। আকলিমা বড়চওনা দাড়িপাকা গ্রামের মৃত আইয়ুব আলীর মেয়ে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।