এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে ওসি মাকছুদুল আলমের নেতৃত্বে ৯০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেল ৪ টায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের তৈলধারা বাজার এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হচ্ছে- সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকার আবু সাঈদের ছেলে নয়ন মিয়া (১৯) এবং ৯ নম্বর ওয়ার্ডের আলহাজ মিয়ার ছেলে ফজলুল হক (১৯)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের অপর সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।