এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি জাহিদ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদ সখীপুর পৌরসভার আবদুল খালেকের ছেলে ।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, জাহিদকে গ্রেফতার করে সোমবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।