এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে প্রতারণা,বন ও বিদ্যুৎ মামলার ওয়ারেন্টভূক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- প্রতারণা মামলায় উপজেলার ইন্দারজানী ভাতগড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মোর্শেদ আলী (৩২), বন মামলায় পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মৃত নূর হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৫৫) এবং বিদ্যুৎ মামলায় ছোটমৌশা গ্রামের মৃত নৈয়ম উদ্দিনের ছেলে ফজলুল হক (৭০)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃতদের শনিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।