সখীপুরে কটন মিলে আগুন

0
276

এম সাইফুল ইসলাম শাফলু:  টাঙ্গাইলের সখীপুরে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌরসভার ৪নং ওয়ার্ডের সানবান্ধা উত্তর পাড়া দুইভাই কটন মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । খবর পেয়ে সখীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের খবর শুনে দোকান মালিক মো. সহিদুল ইসলাম  হার্ট অ্যাটাক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে কারখানার মালিকের ছেলে সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে কারখানায় তুলা প্রক্রিয়াজাত করার সময় হঠাৎ দেখি মেশিনের সুইজের পাশে আগুন জ্বলছে। সেখান থেকে মুহূর্তের মধ্যেই আগুনের শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দাবি তুলা বানানোর জন্য কয়েকদিন আগে প্রায় ৫০ লাখ টাকার জুট এবং মেশিনপত্রসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অপরদিকে ফায়ার সার্ভিস স্টেশনের তথ্যমতে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ৮ লাখ টাকা।

সখীপুর ফায়ার সার্ভিসের স্টিশন ইনচার্জ বোরহান উদ্দিন বলেন, তুলার গোডাউন হওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন নেভানোর পরও জ্বলে উঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে হতাহতের কোন ঘটনা ঘনেনি।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।