ইসমাইল হোসেন: কবি শাহ আলম সানি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনার গায়েন মোড় গ্রামে ৭ ফেব্রুয়ারি ১৯৮৫ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বাবা মো.হোসেন আলী এবং মা মোসাম্মৎ জমেলা আক্তার। গতকাল বুধবার ছিল তার ৩৩তম জন্মদিন।
কবির জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বুধবার সন্ধ্যায় সখীপুর প্রেসক্লাব কার্যালয়ে তার জন্মদিন পালন করা হয়।
জন্মদিন পালন অনুষ্ঠানে সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুন্ম সাধারণ সম্পাদক সুলতান শরিফ পান্না, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, সাংবাদিক ইকবাল গফুর, ফজলুল হক বাপ্পা, মামুন হায়দার বক্তব্য দেন । এ সময় কবি সানির শুভানুধ্যায়ী ও প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।