এম সাইফুল ইসলাম শাফলু:
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানে টাঙ্গাইলের সখীপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সখীপুর থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে শনিবার সকালে এ উপলক্ষে একটি শোভাযাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, ইউএনও মৌসুমী সরকার রাখী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, সখীপুর থানার ওসি মাকছুদুল আলম, উপজেলা কমিউনিটিং পুলিশের সভাপতি অধ্যক্ষ রেনুবর রহমান প্রমুখ অংশ নেন।