শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে করোনা প্রতিরোধে মাইক হাতে উপজেলা চেয়ারম্যান

সখীপুরে করোনা প্রতিরোধে মাইক হাতে উপজেলা চেয়ারম্যান

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাস রোধে জনগণকে সচেতন করতে মাইক হাতে রাস্তায় নেমে পড়েছেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।  বৃহস্পতিবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অটোভ্যানযোগে ঘুরে ঘুরে তিনি মাইকিং করেছেন। করোনাভাইরাস রোধে উপজেলা চেয়ারম্যানের এ উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে সারা উপজেলায়।

এর আগে তিনি উলজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেলযোগে প্রচার-প্রচারণা চালিয়েছেন। মাইকিং করে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নানা পদক্ষেপ মেনে চলায় জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল নিউজ টাঙ্গাইলকে বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের বিপদে পাশে থাকাটা আমার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আনন্দের সঙ্গে আমি নিজেই মাইকিং করে সবাইকে সচেতন করার চেষ্টা করছি।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -