এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে এক কলেজ ছাত্রীকে যৌনহয়রানি করার ঘটনায় মো. জুলহাস খান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌরশহরের ৬ নাম্বার ওয়ার্ডের পিচের মাথা এলাকা থেকে ওই বখাটেকে গ্রেফতার করা হয়। জুলহাস ওই এলাকার হাবিবুর রহমান খানের ছেলে। এর আগে মঙ্গলবার রাতে কলেজ ছাত্রীর বাবা নারী ও শিশু নিরোধ আইনে সখীপুর থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, সখীপুরের স্থানীয় একটি কলেজের ছাত্রী (১৬) কে পৌরশহরের ৬ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমান খানের বখাটে ছেলে মো. জুলহাস খান মেয়েটিকে কলেজে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।
ওই ছাত্রী বলেন, এ বিষয়টি তার অভিভাবক ছাড়াও এর আগে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখীকেও মৌখিকভাবে সে জানিয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম জানান, কলেজ ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগে জুলহাসকে গ্রেফতার করে বুধবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।