নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে টাঙ্গাইল কারাটে একাডেমির সখীপুর শাখার প্রশিক্ষণার্থীদের মাঝে বেল্ট ও সনদ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় সখীপুর পৌরসভার শামীম টাওয়ারের তৃতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।প্রশিক্ষক মার্শাল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়া সংগঠক জুলফিকার হায়দার কামাল লেবু, বাংলাদেশ কারাটে ফেডারেশন এর কার্যনির্বাহী সদস্য চিত্রনায়ক আলেকজান্ডার বো, ব্লাকবেল্ট ৪র্থ ডান বাংলাদেশ কারাটে ফেডারেশন সেন্সি আফজাল ইসলাম, বিআরডিবি ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু, সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম নাহিদ,ব্যবসায়ী নাছির উদ্দীন, হায়দার আলীসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।