সখীপুরে কৃতী ক্যাডেটদের সংবর্ধণা

0
126

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর থেকে দেশের বিভিন্ন ক্যাডেটে কলেজে চাঞ্জ পাওয়া চার কৃতী শিক্ষার্থীকে সংবর্ধণা দেওয়া হয়েছে। রোববার বিকেলে শহীদ ক্যাডেট একাডেমি সখীপুর শাখা’র আয়োজনে উপজেলা হলরুমে এ সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধীয় শিক্ষার্থীরা হলো- ফৌজদার হাট ক্যাডেট কলেজের মাহি বি সরকার, মির্জাপুর ক্যাডেট কলেজের পারভেজ ও সাফিন এবং কুমিল্লা ক্যাডেট কলেজে চাঞ্জ হওয়া আব্দুল্লাহ আল নোমান।

এরা প্রত্যেকেই শহীদ ক্যাডেট একাডেমি সখীপুর শাখার ছাত্র। শহীদ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদুল আলম শহীদ’র সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, অধ্যক্ষ রেনুবর রহমান, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, শহীদ ক্যাডেট একাডেমির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম রফিক, কেজিকে উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল মালেক মিঞা, গজারিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মাসুদ কামাল ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।