শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সখীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও স্থানীয় কৃষি অফিসের আয়োজনে খরিপ ১/২০১৮-১৯ মৌসুমে কৃষি প্রণোদন কর্মসূচির আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূঁইয়া, উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান, কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম কামরুল হাসান, বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় কৃষকদের মাঝে ৮৭ মণ রাসায়নিক সার ৮মণ বীজ এবং নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -