এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনা মূল্যে সেক্স ফেরোমন ফাঁদ ও লিউর বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে কাকড়াজান ইউনিয়নের কৃষকদের মাঝে সেক্স ফেরোমন ফাঁদ ও লিউর বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ইউএনও মৌসুমি সরকার রাখীর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফায়জুল ইসলাম ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভিন মিনা, মুহাম্মদ সবুর রেজা, মৎস কর্মকর্তা কামরুল ইসলাম, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন রাসেলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।