এম সাইফুল ইসলাম শাফলু:
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের নেতৃত্বাধীন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতালীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সখীপুর উপজেলা ও পৌর কৃষক শ্রমিক জনতালীগ। দিনটি উপলক্ষে গতকাল রবিবার বিকালে স্থানীয় মুখতার ফোয়ারা চত্বরে আলোচনা সভার আয়োজন করে পৌর জনতালীগ। পৌর কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আবু জাহিদ রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, জেলা সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, সম্পাদক হাসমত আলী নেতা, আব্দুল হালিম সরকার লাল, আতোয়ার রহমান, মীর জুলফিকার শামীম, নাজমুল ইসলাম তালুকদার প্রমূখ।
প্রসঙ্গত; বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংসদ, মহান মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদেও সিদ্দিকী বীরোত্তম আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ কৃষক শ্রমিক জনতালীগ নামের নতুন রাজনৈতিক দল গঠন করেন।