সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeজাতীয়সখীপুরে কেনা জমি বুঝে পাচ্ছেন না ক্রেতা; উল্টো মামলা-হামলার শিকার

সখীপুরে কেনা জমি বুঝে পাচ্ছেন না ক্রেতা; উল্টো মামলা-হামলার শিকার

 

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার ইন্দারজানী গ্রামের প্রবাসী শাহআলম মিয়া ও তাঁর স্ত্রী ছাহেরা খাতুনের নামে সখীপুর পৌরসভার সিকদার রোডের ৩ নম্বর ওয়ার্ডের আবুল বাশারের স্ত্রী ছাহেরা বেগমের কাছ থেকে সাত লাখ টাকায় চার শতাংশ জমি ক্রয় করেন। ২০১১ সালের ২০ অক্টোবর সখীপুর সাবরেজিস্ট্রি অফিসে ওই জমির দলিল সম্পন্ন হয়। ওই ক্রয়কৃত জমির দুই শতাংশ বুঝিয়ে দিলেও বাকী দুই শতাংশ জমি নিয়ে নানা তাল বাহানা করছেন জমির মালিক ছাহেরা বেগম।
জানা যায়, সখীপুর মৌজার ৩৬ নং দাগে, ২৫ /৩৫ নং খতিয়ানের এসএ নং ১০৬ এবং খারিজ খতিয়ান ১২২৮ এর মোট জমির পরিমাণ ৪২ শতাংশ। জমির মালিক ছাহেরা বেগম ২০১১ সালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানী গ্রামের প্রবাসী শাহআলম মিয়া ও তাঁর স্ত্রী ছাহেরা খাতুনের কাছে সাত লাখ টাকায় ওই দাগের চার শতাংশ জমি বিক্রি করেন। যাহার চৌহুদি উত্তরে খালেদ, পূর্বে হাবিব, দক্ষিণে দাতার নিজ এবং পশ্চিমে পাকা রাস্তা। জমি রেজিস্ট্রির পর দুই শতাংশ জমি বুঝিয়ে দিলেও অপর দুই শতাংশ জমি এখনো বুঝিয়ে দিচ্ছেন না মালিকপক্ষ। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশী বৈঠক হলেও জমির মালিক ছাহেরা বেগম ক্রয়কৃত জমিটি বুঝিয়ে দিচ্ছেন না। বরং ক্রেতাদের নামে উল্টো মিথ্যা ও হয়রানি মূলক মামলা করেছেন তিনি।
এ বিষয়ে জমির ক্রেতা ছাহেরা খাতুন বলেন, জমিটি কেনার পর থেকেই আমি ওই জমির পৌর ট্যাক্স দিয়ে আসছি। বিষয়টি নিয়ে বার বার দেনদরবার করেও রক্ত ঘামানো টাকায় কেনা জমিটি বুঝে পাইনি।
জমি বিক্রেতা ছাহেরা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -