এম সাইফুল ইসলাম শাফলু : সখীপুরে খানা তথ্যভান্ডার শুমারি উপলক্ষে তিন উপজেলার জোনাল কর্মকর্তাদের নিয়ে তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্প ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সখীপুর শাখা আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার। কর্মসূচিতে সহযোগিতা করেন টিএমএসএস নামের একটি বেসরকারি সংস্থা। ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পের আওতায় সখীপুর, বাসাইল ও মধুপুর উপজেলার ৪৫জন জোনাল কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
ইউএনও মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শুমারি সমন্বয়কারী আবু সালেহ আহাম্মদ, সখীপুর প্রেসক্লাব সম্পাদক এনামুল হক, সখীপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমজাদ হোসেন, বাসাইল উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আসিফ ইকবাল, টিএমএসএসের নলুয়া শাখা ব্যবস্থাপক আনিসুল হক প্রমুখ।
প্রশিক্ষণার্থীরা আগামী ১৪ জানুয়ারী-২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত তথ্য ও আর্থ-সামাজিক তথ্যসহ সব ধরনের তথ্য সংগ্রহ করবেন।