এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে বড়চওনা-রামখা রাস্তা পাকাকরণ দাবি বাস্তবায়ন উপলক্ষে গণ সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেলে এলাকাবাসীর আয়োজনে উপজেলার বিন্নাখাইরা যশীহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরে এক আলোচনা সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, ব্যবসায়ী সাত্তার হোসেন, সখীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম কাজী বাদল, কফিল উদ্দিন বিএসসি, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।