শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Homeঅপরাধসখীপুরে গলায় ফাঁস লাগিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

সখীপুরে গলায় ফাঁস লাগিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস লাগিয়ে নাইম তালুকদার (১৬) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। রবিবার(২১ জানুয়ারী) দিবাগত রাতে সখীপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত নাইম ঐ এলাকার প্রবাসী আব্দুল গফুর তালুকদারের ছেলে এবং সখীপুর সূর্যতরুন আবাসিক শিক্ষাঙ্গনের নবম শ্রেণীর ছাত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে  খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে যায় নাইম।  ভোররাতে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে সিলিং ফ্যানের সাথে মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
সখীপুর থানার এসআই মনিরুজ্জামান মনির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -