এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে ফিরুজ আল মামুন (২০) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে সখীপুর পৌরসভার গড়গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফিরুজ আল মামুন ওই এলাকার আফাজ উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ফিরুজ পারিবারিক কলহের জের ধরে বাড়ির পাশে গাছের ডালে রশি বেঁধে গলায় ফাসি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফিরুজকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এ ঘটনা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।