সখীপুরে গাঁজা ও মদসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
181

 

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে ৫০ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাইমদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-বাজাইল উত্তরপাড়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে রতন মিয়া (৪৮), বাজাইল পূর্বপাড়া এলাকার নেফাজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩০), বাজাইল দক্ষিণপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে নাঈম হাসান (১৯), হাতিবান্ধা পূর্বপাড়া এলাকার কালিপথ মন্ডলের ছেলে নকুল কুমার মন্ডল (৪৪) এবং হাতিবান্ধা পশ্চিমপাড়া এলাকার ভোলানাথের ছেলে নীলমোহন মন্ডল (৩৫)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃতদের রোববার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।