এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে বিষপানে মৌসুমী আক্তার (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার কুতুবপুর চিতাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সখীপুর থানায় মেয়েকে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচণা মামলা করেন মৌসুমী আক্তারের মা আফরোজা বেগম। পরে ওই মামলায় স্বামী সোনালী মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন বছর আগে পাশ্ববর্তী ভালুকা উপজেলার কৈয়াদী গ্রামের মাসুদ মিয়ার মেয়ে মৌসুমী আক্তারের সঙ্গে সখীপুর উপজেলার কুতুবপুর চিতাখোলা এলাকার শামসুল হকের ছেলে সোনালী মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকতো। এরই জের ধরে সোমবার সকাল ১১ টার দিকে ঘরে থাকা বিষপান করে মৌসুমী আক্তার গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৌসুমীর মৃত্যু হয়।
মামলার বাদী মৌসুমী আক্তারের মা আফরোজা বেগম বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করত। নির্যাতন সহ্য করতে না পেরেই আমার মেয়ে আজ আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
সখীপুর থানার উপ-পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ময়না তদন্তের প্রতিবেদন আসলেই হত্যা না আত্মহত্যা এটি বুঝা যাবে। আত্মহত্যা প্ররোচণা মামলায় স্বামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।