এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি মামলায় গ্রেফতার আতঙ্কে এক পক্ষের ১০ পরিবার বাড়ি ছাড়া রয়েছেন। উপজেলার মুচারিয়া পাথার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ থাকায় উপজেলার মুচারিয়া পাথার গ্রামের জামাল হোসেন ও আবুল হোসেনের সঙ্গে গত ৯ আগস্ট বুধবার বিকেলে সংঘর্ষ বাঁধে। এ সময় জামালের ছোট ভাই দুলাল হোসেন (৩৮), আবুলের ভাতিজা আবদুস সালাম, আশরাফ ও সিরাজ মিয়া আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত দুলাল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ আগস্ট রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড়ভাই জামাল মিয়া বাদী হয়ে ওই গ্রামের আবুল হোসেনসহ ১৮ জনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করলে ওই গ্রামের আবুল হোসেন, আবদুস সালাম, সিরাজ, ইলিম, বাবুল, রহিজের পরিবারসহ ১০ পরিবারের লোকজন বাড়ি ছাড়া রয়েছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, জমি নিয়ে বিরোধের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ থানায় মামলা করেছেন। পরে দুলাল হোসেন মারা যাওয়ায় তাঁর বড় ভাই জামাল হোসেন বাদী হয়ে আবুল হোসেনসহ ১৮ জনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেন।