এম সাইফুল ইসলাম শাফলু:
পদমর্যাদা ও বেতন-স্কেল উন্নতীকরণসহ চার দফা দাবিতে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য সহকারীরা দিন ব্যাপি কর্মবিরতী কর্মসূচি পালন করেছেন। সোমবার সকাল ৯টা থেকে বেলা ২.৩০ মিনিটি পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬৪ জন স্বাস্থ্য সহকারী এ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে মো. কামাল হোসেনের সভাপতিত্বে স্বাস্থ্য সহকারী ইনর্চাজ আবু তালেব মিয়া, স্বাস্থ্য পরির্দশিকা ইনর্চাজ পরিমল চন্দ্র দাস, মো. সাইদুল ইসলাম, আব্দুল আউয়াল, জিএম জাহিদ হোসেন, শিউলী বণিক, লোকমান হোসেন, রিনা আক্তার প্রমূখ বক্তব্য দেন।
এ সময় তারা স্বাস্থ্য সহকারীদের বর্তমান পদকে দ্বিতীয় শ্রেণিতে টেকনিক্যাল পোস্টে উন্নতী করা, বেতন স্কেল ১৬ থেকে ১৪ তে উন্নতীকরণ, জনসংখ্যা অনুপাতে প্রতি ৬ হাজারে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ, স্বাস্থ্য সহকারীদের মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকিভাতা ও নিয়োগের ক্ষেত্রে পোষ্য কোটা প্রণয়ন করার দাবি জানান।