শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখীপুরে চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

সখীপুরে চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

ইসমাইল হোসেন:
টাঙ্গাইলের সখীপুরে গ্রাম্য সালিশে চুরির অপবাদ সহ্য করতে না পেরে হাবিবুর রহমান (২১) নামের এক যুবক গলায় ফাঁস দি‌য়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে উপজেলার বড়চওনা গ্রামে এ ঘটনা ঘটে। হাবিব ওই এলাকার খোরশেদ আলম সিলেটির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই এলাকার মজিবুর রহমানের একটি সেচ পাম্প চুরি হয়। বৃহস্পতিবার সকালে গ্রাম্য সালিশে ওই পাম্প চুরির অভিযোগে হাবিবকে চড় থাপ্পর মেরে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে চুরির অপমান সহ্য করতে না পেরে শুক্রবার সকালে বাড়ির পাশে মোটের পুকুর পাড় নামক স্থানে গাছের ডালের  সঙ্গে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেন।
হাবিবের বাবা খোরশেদ আলম বলেন, “আমার পোলায় কাম কইয়া ভাত খায়, সে চোর অইতে পারেনা, এলাকার মাতবরেরা হাবিবরে চোর বানাইছে”।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম জানান, লাশ উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -