মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeজাতীয়সখীপুরে চেয়ারম্যান প্রার্থীসহ ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সখীপুরে চেয়ারম্যান প্রার্থীসহ ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

 

এম সাইফুল ইসলাম শাফলু :
সখীপুরে রোববার অনুষ্ঠিত দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত দুইজন চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদের ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে।

রিটার্ণিং কর্মকর্তা মো.নজরুল ইসলাম জানান, উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের বিএনপি মনোনীত কবির হাসান ৯১৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে সোহেল রানা , ৪ নম্বর ওয়ার্ডে আয়নাল হক ও আরজু মিয়া, ৬ নম্বর ওয়ার্ডে খোরচু মিয়া, ৭ নম্বর ওয়ার্ডে শুকুর মাহমুদ, এস্কান্দার আলী এবং ৯ নম্বর ওয়ার্ডে আবু হানিফ আজাদ জামানত হারিয়েছেন।

অপরদিকে উপজেলার গজারিয়া ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা মাত্র ৯৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। একই ইউনিয়নে ২ নম্বর সংরক্ষিত নারী আসনে ফিরোজা আক্তার, ৩ নম্বর সংরক্ষিত নারী আসনে বকুল আক্তার, ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে নাছির উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডে এম এ লতিফ, ৪ নম্বর ওয়ার্ডে তারু মিয়া, ৫ নম্বর ওয়ার্ডে সামেজ উদ্দিন দেওয়ান এবং ৯ নম্বর ওয়ার্ডে বুলবুল হোসেন, সেলিম মিয়া ও ছালামত হোসেন জামানত হারিয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -