এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে সাইকেল চুরি করার সময় আপন মিয়া ( ৩০ ) নামের এক চোরকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে জনতা। ৯ অক্টোবর রবিবার বিকেলে উপজেলার কুতুবপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে কুতুবপুর বাজারে ওই গ্রামের এক ব্যক্তি সাইকেল রেখে বাজার করতে যান। এ সময় চোর কৌশলে সাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করলে সাইকেল মালিক ও স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। আপনের বাড়ি উপজেলার আড়াইপাড়া।
ইউপি সদস্য মজিবুর রহমান ফকির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।