সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ছালমা-ফাতেমা কওমী মাদ্রাসার উদ্বোধন

সখীপুরে ছালমা-ফাতেমা কওমী মাদ্রাসার উদ্বোধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের সখীপুরে ছালমা-ফাতেমা কওমী মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। লাবিব গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল তাঁর নিজ গ্রাম সখীপুর উপজেলার বেতুয়া গ্রামে প্রায় তিন একর জায়গার উপর তাঁর মা ছালমা বেগম ও খালা ফাতেমা বেগমের নামে ‘ছালমা-ফাতেমা কওমী মাদ্রাসা’ একটি মাদ্রাসা স্থাপনের উদ্যোগ নেন। গতকাল রবিবার সকালে উপজেলার বেতুয়া গ্রামে এ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেন শিল্পপতি সালাউদ্দিন আমগীর রাসেলের পুত্র আসহাব জাহিন আলমগীর লাবিব। এসময় আরো উপস্থিত ছিলেন শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল, তাঁর সহধর্মীনি, সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, সখীপুর প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. কামরুল হাসান প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -