এম সাইফুল ইসলাম শাফলু :
প্রেমের টানে টাঙ্গাইলের সখীপুরে ছুটে আসা সেই মালেয়েশীয়ান তরুণী জুলিজা বিনতে কামিস রোববার রাতের একটি ফ্লাইটে তাঁর পূর্ব স্বামী-সন্তানের কাছে ফিরে গেছেন। সোমবার জুলিজার প্রাক্তণ স্বামী আজগর আলী জুলিজার মালেশিয়ায় পৌছানোর কথা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত: গত ছয় মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সখীপুরের সরকারি মুজিব কলেজের ছাত্র মনিরুল ইসলামের সঙ্গে পরিচয় হয় মালেশিয়ান তরুণী জুলিজা বিনতে কামিসের। এরই সূত্র ধরে গত ২৫ আগস্ট ওই মালেশিয়ান তরুণী প্রেমের টানে সখীপুরে মনিরুলের বাসায় চলে আসেন। বিয়েও হয় তাদের। এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি হলে জুলিজার প্রাক্তণ স্বামী আজগর আলী ও জুলিজার বাবা মা এদেশে যোগাযোগ শুরু করেন। পরে নতুন স্বামী মনিরুলকে নিয়ে ১৭ দিন আত্মগোপন থেকে রোববার রাতের একটি ফ্লাইটে জুলিজা তাঁর প্রাক্তণ স্বামী সন্তান ও বাবা মার কাছে কাছে চলে যান।
এ ব্যপারে জুলিজার নতুন স্বামী মনিরুল ইসলাম বলেন, জুলিজা তাঁর ভুল বুঝতে পেরে রোববারের রাতের একটি ফ্লাইটে সে মালেশিয়া চলে যায়।