নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের সখীপুরে একটি জঙ্গলে প্রায় ২ বছর বয়সের একটি মেয়ে শিশুকে কে বা কাহারা ফেলে রেখে যায়।
বৃহস্পাতিবার সকালে উপজেলা বড়চওনা মোটের পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ওই শিশুটিকে উদ্বার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জানা যায়, ওই এলাকার স্থানীয় মুসল্লিরা বৃহস্পতিবার ভোরে বড়চওনা মোটের পুকুর পাড় জঙ্গলে ওই শিশুটিকে প্রথমে দেখতে পান। পরে কামরুজ্জামান ও লালভানু নামের দুই ব্যাক্তির সহায়তায় শিশুকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। খবর পেয়ে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী এবং সমাজসেবা কর্মকর্তা মনসুর আহম্মেদ ওই শিশুটি দেখতে হাসপাতালে যান এবং শিশুটির খোঁজ খবর নেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী বলেন, শিশুটি শারিরিক ভাবে অসুস্থ। তাকে সুস্থ্য করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের সহায়তা করা হবে। তিনি আরও বলেন, প্রকৃত মা-বাবার সন্ধান না পাওয়া পর্যন্ত অস্থায়ী ভাবে বেলতলি গ্রামের কামরুজ্জামান ও লালভানুকে ওই শিশুটির দেখাশুনার দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে লালভানু বলেন, শিশুটিকে পেয়ে আমি খুবই খুশি। স্থায়ী ভাবে ওকে পেলে আমি আমার মেয়ের মত করেই লালন পালন করবো।