এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলেরসখীপুরে জমিজমা নিয়ে বিরোধ মামলার ওয়ারেন্টভূক্ত চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলা দাড়িয়াপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, দাড়িয়াপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে সোনা মিয়া (৬০), একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মামুদ আলী (৪৫), মৃত মন্টু মিয়ার ছেলে লেবু মিয়া এবং মৃত সোহরাব আলীর ছেলে ফারুক হোসেন (৩৭)।
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, জমিজমা বিরোধ মামলায় চার আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।