নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের ঘটনায় মো. মনির উদ্দীন মনন মিয়াকে বাড়িতে ঢুকে মারধর ভাঙচুর ও নগদ অর্থ লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার পাহাড়কাঞ্চনপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানায় ওই পরিবার।
মনন মিয়ার স্ত্রী বলেন, পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারা করার পরেও আমার স্বামীর সহোদর ও চাচাতো ভাইয়েরা জমি দখল করতে চায়। আমাদের কোন ছেলে সন্তান না থাকায় আমাদের সমপত্তির উপর ওদের লোভ। এ নিয়ে শুক্রবার চাচাতো ভাই মিজান মাস্টারের সহযোগিতায় ৪/৫ জন লোক বাড়িতে এসে তাকে মারধর করে, বাড়িতে ভাঙচুর চালায় এবং ঘরে থাকা প ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা।
এ ব্যাপারে. মিজান মাস্টার বলেন, জমির গাছ কাটা নিয়ে মনন মিয়া আমার ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করছে শুনছি, এ ঘটনায় বাড়িতে পুলিশও আসছিলো। মনন মিয়াকে কে বা কারা মারধর করছে আমি কিছুই জানিনা।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রেজাউল করিম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।