এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের দায়ের কুপে তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তণখোলা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার কীর্ত্তণখোলা মধ্যপাড়া গ্রামের আবদুস সালাম ও প্রতিবেশী শাহজাহানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আবদুস সালাম তাঁর লোকজন নিয়ে ওই জমিতে ধান কাটতে গেলে শাহজাহান ও তাঁর লোকজন দা,লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় দায়ের কুপে
ওই গ্রামের মৃত বাছের মুন্সীর ছেলে নূর জামাল (৪৫), ওয়ারেছ আলীর ছেলে মো. মজিবর রহমান (৩২) এবং আবদুল আজিজের ছেলে কবির হোসেন (২৮) গুরুতর আহত হন। এদের মধ্যে নূর জামালকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল শেখহাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপর দুইজনকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।