শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে জমি নিয়ে সংঘর্ষ ছোট ভাইয়ের দা’য়ের কুপে বড় ভাই-ভাতিজা গুরুতর...

সখীপুরে জমি নিয়ে সংঘর্ষ ছোট ভাইয়ের দা’য়ের কুপে বড় ভাই-ভাতিজা গুরুতর আহত

 

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে সহোদর ছোট ভাইয়ের দা’য়ের কুপে বড় ভাই ও ভাতিজা গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার কালিয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা যায়, উপজেলার কালিয়ান পাড়া গ্রামের মৃত আ. সামাদের ছেলে চাঁন মিয়া ও আবুল কালামের সাথে পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে শনিবার বিকেলে ছোট ভাই আবুুল কালাম ও তাঁর লোকজন বড় ভাই চান মিয়া (৫০) ও তাঁর ছেলে মনির হোসেনকে (৩৫) দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকছুদুল আলম বলেন, এ ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -