এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে ‘‘বিরোধ হলে শুধু মামলা নয় লিগ্যাল এইড অফিসে আপোষও হয়’’ এই স্লোগানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিমনার (ভূমি) আরিফা সিদ্দিকার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সবুর রেজা, তাহমিনা পারভিন মিনা, লিগ্যাল এইড কমিটির জেলা সমন্বয়ক শামীম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সম্পাদক এনামুল হক, কেবিএম রুহুল আমিন, একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়ক হাসিনা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন ।