এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় মুখতার ফোয়ারা চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
এ সময় উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নূরুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর জাতীয় পার্টির সভাপতি আয়নাল হক শিকদার, মো. শাহাদৎ হোসেন, ফরমান আলী মাস্টার,ফজলুল করিম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।