এম সাইফুল ইসলাম শাফলু :
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে ইফতারের মাহফিলের আয়োজন করে। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আহমেদ আযম খানের নেতৃত্বে বিএনপির একটি পক্ষ উত্তরা মোড়ের রফিক রাজু ক্যাডেট স্কুল মাঠে ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবীবের নেতৃত্বে আরেকটি পক্ষ সখীপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করে।
রফিকরাজু ক্যাডেট স্কুলে উপজেলা বিএনপির একপক্ষের সভাপতি শাজাহান সাজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আহমেদ আযম খান। এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহম্মদ ছবুর রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম প্রমুখ। বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবীবের নেতৃত্বে আরেকটি পক্ষ সখীপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা বিএনপির অপর অংশের সভাপতি শরীফ পাপ্পুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ হাবীব। এছাড়াও সাধারণ সম্পাদক ফকির আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাছেদ সিকদার প্রমুখ বক্তব্য দেন।