নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে জুম্মার নামাজ পড়তে এসে হামলার শিকার হয়ে চারজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১ টার দিকে বানিয়ারছিট পূর্বপাড়া জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ওই গ্রামের হাজী মুক্তার আলী মুন্সীর ছেলে খলিল মিয়া (৬০), নাতি কবির হোসেন (২৬) ভাতিজা রাকিব হাসান (২২) এবং শাকিব হাসান (১৭) আহত হয়েছেন। এদেরকে সখীপুর উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খলিল মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, বানিয়াছিট গ্রামের হাজী মুক্তার আলী মুন্সীর ছেলে খলিল মিয়া শুক্রবার দুপুর ১টার দিকে জুম্মার নামাজ পড়তে বানিয়ারছিট পূর্বপাড়া জামে মসজিদে ঢুকলে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের একাব্বর হোসেনের ছেলে আব্দুর রশিদ (৬০), আবু বকর সিদ্দিক (৫৫), তোফাজ্জল হোসেন( ৫০) , খোরশেদ আলম (৪৮), আব্দুল খালেক (৪৫) পাঁচ ভাই মিলে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় খলিল মিয়াকে বাচাতে গিয়ে নাতি কবির হোসেন, ভাতিজা রাকিব হাসান, শাকিব হাসানও আহত হন।
স্থানীয় ইউপি সদস্য কিসমত আলী মসজিদের ভেতর হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।