এম সাইফুল ইসলাম শাফলু: সখীপুর উপজেলার বিভিন্ন গ্রামের ওপর দিয়ে রোববার রাতে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ঝড়ে বেশ কয়েকটি গ্রামের কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে শত শত গাছপালা। আম ও লিচুর মুকুল ঝরে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎসংযোগ। এদিকে সান স্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একশ হাত টিনের ঘরের চাল ও বেড়া উড়িয়ে নেয় এবং কচুয়া ওয়াজেদিয়া দাখিল মাদরাসার একটি ঘর ঝড়ে ভেঙে পড়ে।
সান স্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, আকস্মিক ঝড়ে প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। শ্রেণি কক্ষ সংকটে শিক্ষার্থীদের হয়তো মাঠে পাঠদান করাতে হবে।