এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে তক্ষক প্রাচারকালে চার যুবককে আটক করেছে সখীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বগাপ্রতিমা গ্রামের বনাঞ্চল থেকে তক্ষকসহ তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধারকৃত তক্ষককে রাতেই অবমুক্ত করা হয়েছে। আটককৃতরা হচ্ছে আন্দি গ্রামের মাঈন উদ্দিন (৩০), মহানন্দপুর গ্রামের রাইসুল ইসলাম (৩২), বগাপ্রতিমা গ্রামের নাজমুল আলম (২৪) ও সৌখিন মোড় এলাকার ফরিদ আহমেদ (২২)।
শুক্রবার বিকেলে সখীপুর থানার ওসি নাজমুল হক ভূঁইয়া টাঙ্গাইল বন বিভাগের সখীপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা আতাউল মজিদের কাছে তক্ষক হস্তান্তর করেন। এ সময় ওই বন কর্মকর্তা, সাংবাদিকসহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।
সখীপুর থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, আটককৃতদের কাছে পাওয়া তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে বন বিভাগের কর্মকর্তারা তক্ষকটিকে অবমুক্ত করে দেন।