বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে তিনদিন ব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন

সখীপুরে তিনদিন ব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপি বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা ক্যাম্পাসে শতাধিক স্টল নিয়ে এ বৃক্ষমেলা শুরু হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার এ মেলার উদ্বোধন করেন। মেলায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাজাহান জয় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

এ সময় সখীপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, উপজেলা কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূইয়াসহ শিক্ষক-শিক্ষার্থী, কৃষক ও নার্সারীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -