Site icon News Tangail

সখীপুরে তিন শতাধিক মসজিদে ৭৫ লাখ টাকা সহায়তা দিল লাবীব গ্রুপ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে তিন শতাধিক মসজিদে মোট ৭৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে লাবীব গ্রুপ। শনিবার বিকেলে সখীপুর পি এম গভর্নমেন্ট পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবীব গ্রুপের চেয়ারম্যান ও সিআইপি সালাহ উদ্দিন আলমগীর রাসেল। সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মো. হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাসেলের মাতা সালমা বেগম, বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহিদুল ইসলাম এবং সখীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক আল আজাদ।

পরবর্তীতে আলোচনা সভা শেষে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাহ উদ্দিন আলমগীর রাসেল তিন শতাধিক মসজিদকে প্রতিটি ২৫ হাজার টাকা করে মোট ৭৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেন। এসময় বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ নানা শ্রেণী–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় সালাহ উদ্দিন আলমগীর রাসেল বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনারা চাইলে তবেই আমি নির্বাচনে আসবো।”

Exit mobile version